আস-সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ

মজার কবিতা মশা




সাইফ আল হাসান ,জামালপুর৷

ছোট্ট একটি পোকা নাম তোর মশা,
তোর জ্বালায় রাত দিন যায়না কোথাও বসা৷
সুযোগ পেলেই চুপটি করে বসিস আমার গায়,
তোকে মারতে গিয়ে আমি নিজেই ব্যথা পাই৷
তুই ভারী দুষ্ট পোকা জিদ তোর শক্ত,
বিনা দোষে অকারণে চুষিস তুই রক্ত৷
তোর সাথে আজ থেকে করব আমি সন্ধি,
তোর ভয়ে আর হতে চাইনা মশারীতে বন্দি
প্লীজ করনা আমার সাথে সন্ধি৷

3 comments:

Theme images by EricHood. Powered by Blogger.