আস-সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ

বিসমিল্লাহর বরকত




প্রিয় বন্ধুরা,
তোমাদের সামনে এমন একটি হাদীস নিয়ে উপস্থিত হয়েছি, যা থেকে তোমরা বোঝতে পারবে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বললে কী লাভ?তাহলে চলো শুরু করা যাক ৷ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত ৷ তিনি বলেন (কোন এক সফরে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কয়েকজন সাহাবী অযুর পানি তালাশ করলেন ৷ রাসূলুল্লাহ সঃ বললেন, তোমাদের কারও নিকট পানি আছে কি? (একজন পানি এনে দিলে) তিনি পানিতে হাত রাখলেন এবং বললেন, বিসমিল্লাহ বলে অযু করো ৷আমি তার আঙ্গুলের ফাঁক থেকে পানি বের হতে দেখলাম৷ তাঁদের সর্বশেষ ব্যক্তিসহ সকলেই সেই পানি দ্বারা অযু করলেন ৷হযরত সাবিত রহঃ বলেন- আমি আনাস রাযিঃ-কে জিজ্ঞাসা করলাম,আপনি উপস্থিত লোকের সংখ্যা কত মনে করেন? তিনি বললেন সত্তুরজনের মতো ৷ (----নাসায়ী) বন্ধুরা! তোমরা নিশ্চয় বোঝতে পারছো যে, বিসমিল্লাহ বলে শুরু করার কারণে একজনের পরিমান অযুর পানি দ্বারা প্রায় সত্তুরজন সাহাবা রাঃ অযু করেছেন!আমরাও যদি প্রত্যেক কাজের শুরুতে এ আমলটি চালু করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তায়ালা আমাদের সকল !!কাজে বরকত দান করবেন !


No comments

Theme images by EricHood. Powered by Blogger.