বিসমিল্লাহর বরকত
প্রিয় বন্ধুরা,
তোমাদের সামনে এমন একটি হাদীস নিয়ে উপস্থিত হয়েছি, যা থেকে তোমরা বোঝতে পারবে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বললে কী লাভ?তাহলে চলো শুরু করা যাক ৷ হযরত আনাস রাঃ থেকে বর্ণিত ৷ তিনি বলেন (কোন এক সফরে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কয়েকজন সাহাবী অযুর পানি তালাশ করলেন ৷ রাসূলুল্লাহ সঃ বললেন, তোমাদের কারও নিকট পানি আছে কি? (একজন পানি এনে দিলে) তিনি পানিতে হাত রাখলেন এবং বললেন, বিসমিল্লাহ বলে অযু করো ৷আমি তার আঙ্গুলের ফাঁক থেকে পানি বের হতে দেখলাম৷ তাঁদের সর্বশেষ ব্যক্তিসহ সকলেই সেই পানি দ্বারা অযু করলেন ৷হযরত সাবিত রহঃ বলেন- আমি আনাস রাযিঃ-কে জিজ্ঞাসা করলাম,আপনি উপস্থিত লোকের সংখ্যা কত মনে করেন? তিনি বললেন সত্তুরজনের মতো ৷ (----নাসায়ী) বন্ধুরা! তোমরা নিশ্চয় বোঝতে পারছো যে, বিসমিল্লাহ বলে শুরু করার কারণে একজনের পরিমান অযুর পানি দ্বারা প্রায় সত্তুরজন সাহাবা রাঃ অযু করেছেন!আমরাও যদি প্রত্যেক কাজের শুরুতে এ আমলটি চালু করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তায়ালা আমাদের সকল !!কাজে বরকত দান করবেন !
No comments