নবীজির সাথে ঘনিষ্ঠতা
ইমরান মাহমূদ সাইন্টিস্ট
বন্ধুরা!
তোমরা হয়তো অনেকে রাসূল সঃ এর অনেক মু'জেযার কথা শুনে থাকবে, আজ আমি তোমাদের শুনাবো তেমনই একটি ঘটনা , চলি আসল কথায় ৷হযরত আনাস রাঃ বলেন, রাসুল সঃ তার বিবিগনের ঘর ব্যতিত কেবল মাত্র উম্মে সুলাইমের ঘরেই তাশরীফ নিতেন৷ এছাড়া মদিনার অন্য কারো ঘরে যেতেন না ৷ এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন : তার প্রতি আমার মায়া হয়, তার ভাইকে আমার সম্মুখেই হত্যা করা হয়েছে ৷এ প্রসঙ্গে আনাস রাঃ এর অপর একটি বর্ণনা রয়েছে ৷তিনি বলেন, একদা রাসুল সঃ আমাদের ঘরে তাশরীফ আনলেন এবং দুপুরে সেখানেই ঘুমিয়ে গেলেন ৷
প্রচণ্ড গরমে তার পবিত্র শরীর মোবারক হতে ঘাম নির্গত হল ৷ উম্মে সুলাইম রাঃ এ অবস্থা দেখে একটি বোতলে ঘাম সংগ্রহ করতে লাগলেন ৷ হঠাৎ রাসুলুল্লাহ সঃ জেগে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন উম্মে সুলাইম! কি করছো তুমি? উম্মে সুলাইম জবাবে বললেন, ইয়া রাসুল সঃ আমি আপনার শরীরের ঘাম আতরের সাথে মিশ্রিত করে ব্যবহার করবো ৷
কারণ, এতে আমি পৃথিবীর সকল আতরের তুলনায় বেশি সুঘ্রাণ পাচ্ছি ৷বন্ধুরা! এমন আরো হাজারো বিশেষ গুনাবলী সম্পন্ন ছিলেন আমাদের নবী ৷ এ জন্য আসো আমরা রাসুল সঃ এর জীবনী জানি এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনার প্রত্যয় গ্রহন করি ৷
তোমরা হয়তো অনেকে রাসূল সঃ এর অনেক মু'জেযার কথা শুনে থাকবে, আজ আমি তোমাদের শুনাবো তেমনই একটি ঘটনা , চলি আসল কথায় ৷হযরত আনাস রাঃ বলেন, রাসুল সঃ তার বিবিগনের ঘর ব্যতিত কেবল মাত্র উম্মে সুলাইমের ঘরেই তাশরীফ নিতেন৷ এছাড়া মদিনার অন্য কারো ঘরে যেতেন না ৷ এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন : তার প্রতি আমার মায়া হয়, তার ভাইকে আমার সম্মুখেই হত্যা করা হয়েছে ৷এ প্রসঙ্গে আনাস রাঃ এর অপর একটি বর্ণনা রয়েছে ৷তিনি বলেন, একদা রাসুল সঃ আমাদের ঘরে তাশরীফ আনলেন এবং দুপুরে সেখানেই ঘুমিয়ে গেলেন ৷
প্রচণ্ড গরমে তার পবিত্র শরীর মোবারক হতে ঘাম নির্গত হল ৷ উম্মে সুলাইম রাঃ এ অবস্থা দেখে একটি বোতলে ঘাম সংগ্রহ করতে লাগলেন ৷ হঠাৎ রাসুলুল্লাহ সঃ জেগে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন উম্মে সুলাইম! কি করছো তুমি? উম্মে সুলাইম জবাবে বললেন, ইয়া রাসুল সঃ আমি আপনার শরীরের ঘাম আতরের সাথে মিশ্রিত করে ব্যবহার করবো ৷
কারণ, এতে আমি পৃথিবীর সকল আতরের তুলনায় বেশি সুঘ্রাণ পাচ্ছি ৷বন্ধুরা! এমন আরো হাজারো বিশেষ গুনাবলী সম্পন্ন ছিলেন আমাদের নবী ৷ এ জন্য আসো আমরা রাসুল সঃ এর জীবনী জানি এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনার প্রত্যয় গ্রহন করি ৷
No comments