কিশোর মুহাম্মাদ (সঃ)
সাইফ আল হাসান,জামালপুর৷
বিসমিল্লাহির রাহমানির রাহিম৷
আমরা মুসলিম৷আর একজন মুসলিম হিসাবে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? এর উত্তর কিন্তু আমরা পবিত্র হাদীস থেকেই জানতে পারি৷হাদীসে এসেছে " একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে প্রিয় নবী মুহাম্মাদ সঃ কে বেশি ভালোবাসবে৷আর এ ভালোবাসা হতে হবে সবার চেয়ে বেশি৷আম্মা -আব্বা,সন্তান এবং দুনিয়ার সবার চেয়ে বেশি৷মনে রাখতে হবে এ ভালোবাসাই ঈমানের দাবি৷কিশোর বন্ধুরা! চলো আমরা জেনে আসি ,মুহাম্মাদ সঃ এর সংক্ষীপ্ত বংশ পরিচয়৷পুরো নাম: মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদু মানাফ ইবনে কুসাই৷একটা ব্যপার জানলে তোমরা আশ্চর্য না হয়ে পারবে না ,আব্দুল মুত্তালিব থেকে কুসাই পর্যন্ত যে নামগুলো আমরা নাম হিসাবে জেনে এসেছি ,এগুলো মূলত তাদের আসল নাম আমি না বরং লকব বা উপাধী৷তাহলে চলো জেনে আসা যাক আসল নামগুলো কী ছিলো৷আব্দুল মুত্তালিব এর আসল নাম ছিলো শাইবা৷
মক্কার লোকেরা তাকে দেখে মুত্তালিব নামের এক ব্যক্তির দাস মনে করেছিলো৷সেজন্য পরে তারা ঐ নামেই তাকে ডাকা শুরু করে(আবদ মানে গোলাম আর আব্দুল মুত্তালিব মানে " মুত্তালিবের গোলাম)৷হাশিমের আসল নাম ছিলো আমর৷হাজ্বীদের সাহায্য সহযোগিতার কারণে লোকে তাকে হাশিম বলেই ডাকতো৷( হাশিম অর্থ রুটি বিতরণকারী) আমরা যেমন আ.করীম চাচাকে বাদামওয়ালা বলে ডাকি) অনেকটা এরকম আরকী৷আবদু মানাফ এর আসল নাম মুগিরা৷কুসাই এর আসল নাম ছিলো যাইদ৷কিন্তু পরে তিনি কুসাই নামে পরিচিত হন৷এ নামের অর্থ হলো " অনেক দূর"৷ অল্প বয়সে তিনি ঘর ছেড়ে গিয়েছিলেন বলে তাকে এ নামে ডাকা হতো৷বন্ধুরা আজ তাহলে থাক এ পর্যন্তই,কাল পরশু আবারও লিখবো নবী সাঃ এর পুর্বপূরষদের সোনালী কিছু ইতিহাসের কথা৷আল্লাহ হাফেজ।
Enter your comment...অনেক সুন্দর পোস্ট
ReplyDelete