আল্লাহর ওলীদের সাথে বেয়াদবীর পরিণাম
ইমরান মাহমূদ সাইন্টিস্ট
বন্ধুরা! আজকে তোমাদের শুনাবো এমন একটি ঘটনা, যা থেকে তোমরা বোঝতে পারবে আল্লাহ তায়ালার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে বেয়াদবীর পরিণাম কী হয় ৷তাহলে চলো শুরু করা যাক ৷ভারতের দারুল উলুম দেওবন্দের নায়েবে মুফতী হযরত মাওলানা জামিলুর রহমান সাহেব শাইখুল ইসলাম হযরত মাওলানা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহঃ এর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করেন ৷এক সফরে হযরত মাদানী রহঃ পূর্ব পাঞ্জাবের এক রেলস্টেশনে নামেন ৷ সেখানে এমন কয়েকজন লোক উপস্থিত ছিল যারা মাদানী রহঃ এর রাজনৈতিক প্রতিপক্ষ ছিল ৷মাদানী রহঃ রেল থেকে নামার পর সে লোকগুলো তার উপর পাথর নিক্ষেপ শুরু করে ৷তখন মাদানী রহঃ এর সাথে মাওলানা হিফজুর রহমান সিউহারভী রহঃ ছিলেন ৷ তিনি মাদানী রহঃ কে আড়াল করে দাঁড়িয়ে যান ৷ সিউহারভী রহঃ বলতেন, এরপর পাথরবৃষ্টি আমার উপর পড়তে লাগলো ৷একটি পাথর আমার লজ্জাস্থানে লাগে ৷ ফলে ভীষণ ব্যথা পাই ৷ কিন্তু মনে মনে এই প্রতিজ্ঞা করলাম যে যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, হযরতের শরীরে আঁচও লাগতে দেব না ৷তার কিছুদিন পর হযরত মাওলানা আব্দুল কাদের রায়পুরী রহঃ এর সাথে এক ব্যক্তির সাক্ষাত হয়, সে পূর্ব পাঞ্জাবের পাথর নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল ৷ রায়পুরী রহঃ বলেন- সে ছেলেটি হাউমাউ করে কাঁদছিল ৷ আমি তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে বলল, আমি মাদানী রহঃ এর উপর শুধু পাথর নিক্ষেপ করেই ক্ষান্ত হইনি, বরং উলঙ্গ হয়ে মাদানী রহঃ এর সামনে নাচতে লাগলাম৷ এর কিছুদিন পর ভারত বিভক্ত হয়ে যায় ৷ তখন চারদিকে দাঙ্গা শুরু হয়ে যায় ৷ একদিন শিখরা আমাদের বাড়ি হামলা করে আমাকে বেঁধে ফেলে এবং আমার স্ত্রী ও মেয়েদেরকে আমার সামনে নাচতে বাধ্য করে ৷ সে আরও বলল- নিজের স্ত্রী ও কন্যাদের এমন বেইজ্জতি দেখে আমার মন বলছিল, "আজকের এ উলঙ্গ নাচ সেই উলঙ্গ নাচের পরিণতি ৷ যা তুমি একজন আল্লাহ ওয়ালাকে লাঞ্ছিত করার জন্য করেছিলে ৷"বন্ধুরা! আমরা এ ঘটনা থেকে শিক্ষা গ্রহন করবো, আমাদের জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যাতে পরে পস্তাতে হয় ৷
No comments